thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কক্সবাজারে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

২০১৯ জানুয়ারি ০৫ ১২:২০:৪৪
কক্সবাজারে ২ যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি: জেলার টেকনাফে অজ্ঞাতপরিচয় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের রাজারছড়া এলাকায় সংলগ্ন সমুদ্রসৈকত থেকে তারা লাশ দুটি উদ্ধার করেন।

নিহতদের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বলে জানালেও পুলিশ তাদের নাম-ঠিকানা বলতে পারেনি।

ওসি প্রদীপ বলেন, সকালে এলাকাবাসী সৈকতের বালুচরে রক্তাক্ত লাশ দুটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তারা গুলিবিদ্ধ হয়েছেন। লাশের কাছে ১০ হাজার ইয়াবা পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ইয়াবা ব্যবসায়ী চক্রের মধ্য দ্বন্দ্বের জেজে প্রতিপক্ষ এ খুনের ঘটনা ঘটিয়েছে।’

পুলিশ খোঁজখবর নিচ্ছে জানিয়ে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর