thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এমবিএতে ভর্তি হওয়া হলো না আফরোজার

২০১৯ জানুয়ারি ০৬ ০০:২২:৪৪
এমবিএতে ভর্তি হওয়া হলো না আফরোজার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ছাত্র পড়িয়ে বাসায় ফেরার পথেরাজধানীর শ্যামপুরেরপোস্তগোলা ব্রিজের নিচেপিকআপ ভ্যানের ধাক্কায়প্রাণ হারালেন আফরোজা আক্তার (২৫) নামের এক শিক্ষার্থী ।যিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমবিএতে ভর্তির অপেক্ষায় ছিলেন।শনিবার রাতপৌনে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, শনিবার রাত পৌনে ১০টার দিকে গুরুতর আহত অবস্থায় আফরোজাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

আফরোজার মামাতো ভাই শরীফুল ইসলাম হাসপাতালে সাংবাদিকদের জানান, আফরোজার বাবার নাম রবিউল ইসলাম। তাদের বাসা জুরাইন আইজি গেট কবরস্থান সড়কে।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যায়ে এমবিএতে ভর্তির সুযোগ পেয়েছিলেন আফরোজা, রোববার তার ভর্তি হওয়ার কথা ছিল।

স্বজনদের বরাত দিয়ে এসআই বাচ্চু বলেন, “ছাত্র পড়িয়ে বাসায় ফেরার জন্য পোস্তগোলা ব্রিজের নিচে রিকশার জন্য দাঁড়িয়ে ছিলেন আফরোজা। এ সময় একটি পিকআপভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়।”

শ্যামপুর থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, পিকআপটি শনাক্ত করার চেষ্টা করছেন তারা।

টিআইএম/দ্য রিপোর্ট/৬ জানুয়ারি ২০১৯

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর