thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বরিশালে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

২০১৯ জানুয়ারি ০৬ ০৮:৩৫:৩৭
বরিশালে দুই লঞ্চের সংঘর্ষে যুবক নিহত

বরিশাল প্রতিনিধি : বরিশালের মেঘনা নদীর মোহনায় দুটি লঞ্চের সংঘর্ষে শাকিব (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

রোববার (৬ জানুয়ারি) ভোর রাতে জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী লঞ্চ এ্যাডভেঞ্চার-৯ ঘন কুয়াশার কারণে চলতে না পেরে কালিগঞ্জের একটি চরে নোঙর করে রাখে। এসময় ঢাকা থেকে বরিশালগামী সুন্দরবন-৬ কুয়াশায় দিকভ্রান্ত হয়ে নোঙর করে থাকা এ্যাডভেঞ্চার লঞ্চকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ওই লঞ্চের যাত্রী শাকিব নিহত এবং আরও তিনজন আহত হয়।

এ্যাডভেঞ্চার লঞ্চের কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহত শাকিবের বিস্তারিত পরিচয় জানা যায়নি বলে জানান লঞ্চের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর