thereport24.com
ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৫ রজব 1446

পোল্যান্ডে অগ্নিকাণ্ডে ৫ কিশোরীর মৃত্যু

২০১৯ জানুয়ারি ০৬ ০৯:৫৮:২১
পোল্যান্ডে অগ্নিকাণ্ডে ৫ কিশোরীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : পোল্যান্ডে ধাধাভিত্তিক খেলা ‘এসকেপ রুম’ এ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচ কিশোরীর মৃত্যু হয়েছে।

শনিবার (৫ জানুয়ারি) দেশটির কোসজালিন শহরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এসকেপ গেম মূলত একটি অন্ধকার বদ্ধ ঘরে খেলা হয়। অংশগ্রহণকারীদের বিভিন্ন ধাধার সমাধান করে বের হওয়ার পথ খুঁজতে হয়। শহরটিতে তেমনই এক ঘরে জন্মদিনের উৎসব করছিলো ওই পাঁচ কিশোরী। সেখানে অগ্নিকাণ্ডে প্রাণ হারাতে হয় তাদের।

কর্মকর্তারা জানান, কিশোরীদের সবার বয়স ১৫ এর মতো। এছাড়া ২৫ বছর বয়সী একজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। কোসজালিনের প্রসিকিউটর রিসচার্ড গাসিওরোস্কি বলেন, তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থার সিলিন্ডারড গ্যাস লিক হয়ে এই আগুন লাগতে পারে।

এর আগে দমকল বাহিনীর কর্মীরা বৈদ্যুতিক তার ও জরুরি ব্যবস্থাপনার দুর্বলতাকে দায়ী করেছিলেন।দেশটির ফায়ার সার্ভিসের প্রধান লেসজেক সুস্কি বলেন, ‘এই ঘটনায় মারাত্মকভাবে পুড়ে যাওয়া ব্যক্তি হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তা্র কথা বলার মতো অবস্থা নেই।

পুলিশ জানায়, ঘটনার পর তারা এসকেপ রুমটি বন্ধ করে দিয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর