thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কুষ্টিয়ায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

২০১৯ জানুয়ারি ০৬ ১০:১৭:৫৯
কুষ্টিয়ায় আ’লীগ কর্মীকে কুপিয়ে হত্যা

কুষ্টিয়া প্রতিনিধি : আধিপত্য বিস্তারের জেরে কুষ্টিয়া সদর উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের সময় এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার আব্দালপুরে এ ঘটনা ঘটে।

নিহত আওয়ামী লীগ কর্মী মঈনুদ্দিন বিশ্বাস (৬০) ওই গ্রামেরই বাসিন্দা। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের বাবা।

নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, রোববার ভোরে আব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার নেতৃত্বে কয়েকশ লোক অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আব্দালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার স্বপনের বাড়িতে হামলা চালায়।

এ সময় স্বপন চেয়ারম্যানের সমর্থক মঈনুদ্দিন বিশ্বাস ও তাঁর লোকজন প্রতিপক্ষকে প্রতিরোধ করতে যায়। তখন মঈনুদ্দিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত সকালে গণমাধ্যমকে বলেন, দীর্ঘদিন ধরে বর্তমান চেয়ারম্যান আলী হায়দার স্বপন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার মধ্যে বিরোধ চলে আসছে। এর জের ধরেই এই হামলার সূত্রপাত হয়েছে।

এলাকায় উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর