thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

২০১৯ জানুয়ারি ০৬ ১২:২৬:৩৩
টস জিতে ফিল্ডিংয়ে কুমিল্লা

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের দ্বিতীয় দিন তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও সিলেট সিক্সার্স। স্মিথ নেতৃত্ব দিচ্ছেন কুমিল্লাকে। অন্যদিকে সিলেটের হাল ধরেছেন ওয়ার্নার।

রোববার (৬ জানুয়ারি) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় মাঠে নামছে দু’দল। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লার অধিনায়ক তামিম ইকবাল।

সিলেট সিক্সার্সের অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার।

আসরের প্রথম দিনেও প্রথম ম্যাচে টসে জিতে আগে বোলিং করেই ম্যাচ জিতেছিলো চিটাগং ভাইকিংস। সেই একই পরিকল্পনায় আজও টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা। স্মিথ ছাড়া তাদের দলে বাকি তিন বিদেশী খেলোয়াড় হলেন শহিদ আফ্রিদি, শোয়েব মালিক এবং এভিন লুইস।

এর আগে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার দল রংপুর রাইডার্সকে হারিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। আরেক ম্যাচে মেহেদি হাসান মিরাজের রাজশাহী কিংসের বিপক্ষে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

তামিম ইকবাল (আইকন), এভিন লুইস, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শোয়েব মালিক, স্টিভ স্মিথ ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), শহিদ আফ্রিদি, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, আবু হায়দার রনি, মোহাম্মদ শহিদ।

সিলেট সিক্সার্স

লিটন দাস (আইকন), ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মোহাম্মদ ইরফান, নিকোলাস পুরান, সাব্বির রহমান, অলক কাপালি, আফিফ হোসেন ধ্রুব, তৌহিদ হৃদয়, সন্দীপ লামিচানে, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর