thereport24.com
ঢাকা, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৮ জমাদিউল আউয়াল 1446

বিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০১৯ জানুয়ারি ০৬ ২৩:২৮:৫৬
বিমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাষ্ট্রীয় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল ৪ জানুয়ারি। এর দুই দিন পরে চার যুগে পদার্পণকে উদযাপন করলো জাতীয় পতাকাবাহী এই সংস্থা। রবিবার (৬ জানুয়ারি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিমান প্রধান কার্যালয় বলাকা চত্বরে সাদা পায়রা ওড়ান বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ। এর আগে জাতীয় পতাকা ও বিমান পতাকা উত্তোলন করা হয়। স্বাধীনতা যুদ্ধে আত্নদানকারী বিমানকর্মীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলাকা’র শহীদ মিনারে ছিল পুষ্পস্তবক অর্পণ। এছাড়া দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে বিমান সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও শ্রমিক লীগ নেতারা ছিলেন। তবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান পরিচালনা পর্ষদ সদস্যদের কাউকে দেখা যায়নি।

১৯৭২ সালের ৪ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ালাইনসের যাত্রা শুরু হয়। বর্তমানে বিমান বহরে উড়োজাহাজের সংখ্যা ১৩টি। এ বছর সেপ্টেম্বরে আরও দুটি বোয়িংয়ে তৈরি ৭৮৭-৮ ড্রিমলাইনার বহরে যুক্ত হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ০৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর