thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

২০১৯ জানুয়ারি ০৭ ১৬:৩৪:০৩
সাভারে পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১০

সাভার প্রতিনিধি: বেতন বৈষম্য দূর করার দাবিতে সাভারের একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন।

সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্ট্যান্ডার্ড গ্রুপের শামস স্টাইলিংস ওয়্যারলস গার্মেন্টসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

শামস স্টাইলিংস ওয়্যারলস গার্মেন্টসের শ্রমিকরা জানান, সোমবার সকালে কারখানার প্রায় আট হাজার শ্রমিক বেতর বৈষম্য দূর করার দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়।

এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে শ্রমিকরা। পুলিশও পাল্টা ধাওয়া দিলে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন।

আহত শ্রমিকদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এদিকে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশের জলকামানের গাড়ি।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর