thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ঘরে বসেই টুথপেস্ট বানান

২০১৯ জানুয়ারি ০৭ ১৬:৪৯:২৭
ঘরে বসেই টুথপেস্ট বানান

দ্য রিপোর্ট ডেস্ক: টুথপেস্ট খুবই দরকারি একটি জিনিস। প্রতিদিন সবারই এটা কাজে লাগে। তবে বাজারের প্রচলিত বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি টুথপেস্টে অনেকেই ভরসা রাখতে পারেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে ঘরেই টুথপেস্ট তৈরি করতে পারেন।

এখন হয়তো ভাবছেন, টুথপেস্ট আবার নিজে তৈরি করা যায় নাকি? হ্যাঁ যায়। আপনার হাতের কাছের উপাদান দিয়েই এটা তৈরি করতে পারবেন। জেনে নিন টুথপেস্ট কিভাবে তৈরি করবেন-

উপকরণ

এক চা চামচ বেকিং সোডা, আধা চা চামচ লবণ (গুড়া করা), এক ফোটা সুগন্ধি, লবঙ্গ ও দারুচিনির নির্যাস, পানি প্রয়োজনমতো।

প্রণালি

সব উপকরণ একটি ছোট বাটিতে নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন আপনার পেস্ট যেন বেশি তরল না হয় ।

এই পেস্ট প্রয়োজনীয় পরিমাণে তৈরি করে আপনি বাজারের কেনা পেস্টের মতোই ব্যবহার করতে পারবেন। আপনার শিশুর দাঁতের যত্নেও ঘরে তৈরি টুথপেস্ট ব্যবহার করুন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

লাইফস্টাইল এর সর্বশেষ খবর

লাইফস্টাইল - এর সব খবর