thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাভারে বাসের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

২০১৯ জানুয়ারি ০৭ ১৭:২৯:২৫
সাভারে বাসের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লোকাল বাসের ভেতর থেকে নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

তবে বাসের চালক ও হেলপারকে পাওয়া যায়নি। এই ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে।

সোমবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার গনকবাড়ি এলাকায় মোহনা পরিবহনের একটি বাসের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নারীর সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায় তার নাম দুঃখিনি বেগম। তিনি বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের মো. হোসেনের স্ত্রী।

আশুলিয়া থানার এসআই ফুল মিঞা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই নারী বাসে উঠতে গিয়ে আহত হয়ে মারা যান। পরে চালক ও হেলপার তাকে বাসে রেখে পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান এসআই ফুল মিঞা।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর