thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

২০১৯ জানুয়ারি ০৮ ০৯:৪০:৫০
চট্টগ্রামে কাভার্ড ভ্যানচাপায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়েকাভার্ড ভ্যানচাপায়দুই পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি)সকাল ৭টার দিকে নগরের সিইপিজেড (চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দির মাহামুদ জানান, সকাল ৭টার দিকে নগরের সিইপিজেড মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর