thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

২০১৯ জানুয়ারি ০৮ ১১:৫১:১৮ ২০১৯ জানুয়ারি ০৮ ১৪:০০:০০
চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, টাঙ্গাইল ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) ভোর থেকে দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর ইপিজেড মোড়ে কাভার্ড ভ্যানচাপায়দুই পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরের সিইপিজেড (চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল) মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির মধ্যে একজন বরগুনার রাজু মিয়া (৪০) বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে নিহত অপর ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দির মাহামুদ জানান, সকাল ৭টার দিকে নগরের সিইপিজেড মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন সাংবাদিকদের জানান, ইপিজেড মোড়ে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এ সময় লরির নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী গুরুতর আহত হন। পরে দ্রুত তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালে পাঠানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার কল্যাণপুরে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার গোমস্তাপুর উপজেলার কয়লার দিয়াড় গ্রামের জালাল উদ্দিনের ছেলে মিজানুর রহমান পলাশ (৩২) ও কলেজপাড়া মহল্লার সালাহউদ্দিনের ছেলে মশিউর রহমান পপেল (৩১)। এ ঘটনায় পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে গোমস্তাপুর থেকে চাঁপাইনবাবগঞ্জে আসার পথে সকাল সাড়ে ৮টার দিকে কল্যাণপুর হর্টিকালচার সেন্টারের সামনে পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক দিলে ঘটনাস্থলেই এক ট্রাক চালক নিহত হন। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকটির হেলপারও আহত হয়েছেন।

মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্বথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওই চালক কালিয়াকৈরের কাঠালতলী এলাকার মাহেন্দ্র সরকার (৪৫)। আহত ওই হেলপার কালিয়াকৈরের দক্ষিণ জলজলী এলাকার তরফ আলীর ছেলে রাজিব (২৪)।

ওসি মোশারফ হোসেন বলেন, ভোরে সরাতৈল এলাকায় উত্তরবঙ্গগামী একটি ট্রাকের পেছনে অপর একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এ ঘটনায় ধাক্কা দেওয়া ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ট্রাকটির হেলপারও এসময় আহত হয়।

ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে সড়ক দুর্ঘটনায় আলী হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলার মাহমুদপুর বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী হোসেন উপজেলার গুড়পাড়ার মঈজ উদ্দীনের ছেলে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী জানান, উপজেলার বেলেডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলে শানবান্দা এলাকায় যাচ্ছিলেন আলী হোসেন। পথে মাহমুদপুর বটতলা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর