thereport24.com
ঢাকা, শুক্রবার, ৭ ফেব্রুয়ারি 25, ২৪ মাঘ ১৪৩১,  ৮ শাবান 1446

নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়

২০১৯ জানুয়ারি ০৮ ১২:০০:৪০
নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে প্রস্তুত সচিবালয়। বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রীদের রুম পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রস্তুত করা হয়েছে। ফুলের তোড়া, মিষ্টি নিয়ে মন্ত্রীদের জন্য অপেক্ষা করছেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে সচিবালয় ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সচিব, অতিরিক্ত সচিব থেকে শুরু করে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীই এদিন সকাল ৯টার আগেই সচিবালয়ে এসে পৌঁছেছেন।বিভিন্ন দফতরে নতুন মন্ত্রীদের নামফলকও লাগানো হয়েছে।

জানা গেছে, নতুন মন্ত্রীরা সকাল ১০টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর স্মৃতিসৌধে শ্রদ্ধাজ্ঞাপন করে সেখান থেকে মন্ত্রীরা নিজ নিজ দফতরে ফিরবেন।

সচিবালয়ের কর্মচারীরা বলছেন, এবার অন্যবারের তুলনায় এবারের মন্ত্রিসভার চিত্র একটু ভিন্ন। আগেই মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানিয়ে দেওয়া হয়ছে কে কোন মন্ত্রী হচ্ছেন। অন্য সময় মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেও কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন এর জন্য অপেক্ষা থাকলেও এবার তা নেই। ফলে প্রত্যেক দফতরের কর্মকর্তা-কর্মচারীরা মন্ত্রীকে স্বাগত জানাতে নিজেদের মতো প্রস্তুত হয়েছেন।

গতকাল সোমবার (৭ জানুয়ারি) টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নিয়েছেন। বঙ্গভবনের দরবার হলে বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালন করেন মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম।

এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সদস্য সংখ্যা ৪৭ জন। এর মধ্যে পূর্ণমন্ত্রী রয়েছেন ২৪ জন, প্রতিমন্ত্রী রয়েছেন ১৯ জন। এছাড়া উপমন্ত্রী রয়েছেন তিন জন। গত রোববার (৬ জানুয়ারি) মন্ত্রিপরিষদ সদস্য শফিউল আলম মন্ত্রিপরিষদ সদস্যদের নাম ও দফতর ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর