thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস জিতে ফিল্ডিংয়ে মাহমুদুল্লাহরা, ব্যাটিংয়ে সাকিবরা

২০১৯ জানুয়ারি ০৮ ১২:৩৯:০৯
টস জিতে ফিল্ডিংয়ে মাহমুদুল্লাহরা, ব্যাটিংয়ে সাকিবরা

দ্য রিপোর্ট ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর এরই মধ্যে জমে উঠেছে। একদিনের বিরতির পর ফের মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টির এই জনপ্রিয় টুর্নামেন্টটি।

মঙ্গলবার (৮ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি খুলনা টাইটানস ও ঢাকা ডায়নামাইটস।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে বড় জয়ের পর ফুরফুরে মেজাজে থেকেই মাঠে নেমেছে রাজধানীর দলটি। অন্যদিকে রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ের খুব কাছে এসেও শেষ পর্যন্ত হার মানতে হয় টাইটানসদের।

ওয়েস্ট ইন্ডিজের তারকা কার্লোস ব্রেথওয়েটের বদলে খুলনা একাদশে ডাক পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ডেভিড ওয়াইজ। অন্যদিকে উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নেমেছে সাকিবের দল।

তামিম ইকবাল-স্টিভেন স্মিথদের কুমিল্লার বিপক্ষে মাশরাফি বিন মুর্তজা-ক্রিস গেইলদের রংপুরের ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা ৫টা ২০ মিনিটে।

খুলনা টাইটানস
মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, জহুরুল ইসলাম, কার্লোস ব্রেথওয়েট, আলী খান, জহীর খান, পল স্টার্লিং।

ঢাকা ডায়নামাইটস
সুনিল নারিন, হজরতউল্লাহ জাজাই, রনি তালুকদার, সাকিব আল হাসান, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, মিজানুর রহমান, নুরুল হাসান সোহান, শুভাগত হোম, মোহর শেখ, রুবেন হোসেন

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর