thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

হাটহাজারীতে শিক্ষিকা লাঞ্ছিত, ৬ দফা আন্দোলন

২০১৪ মার্চ ০৮ ১৪:৩১:৩৫
হাটহাজারীতে শিক্ষিকা লাঞ্ছিত, ৬ দফা আন্দোলন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান পান্নার হাতে দুই শিক্ষিকা লাঞ্ছিত হয়েছেন। এ ঘটনায় আন্দোলন শুরু করেছেন প্রাথমিক শিক্ষকরা।

নির্যাতিত প্রধান শিক্ষক ফেরদৌসী বেগম ও সহকারী শিক্ষক জিন্নাত আরাকে সন্দ্বীপে বদলির আদেশ স্থগিত, শনিবার থেকে প্রতিদিন এক ঘণ্টা কর্মবিরতি, কর্তৃপক্ষকে স্মারকলিপি, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও কালোব্যাজ ধারণ করাসহ ছয় দফা দাবিতে শিক্ষকদের এ আন্দোলন চলছে।

আন্দোলনের অংশ হিসেবে শনিবার সকাল থেকে এক ঘণ্টা ক্লাস বিরতি কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এর আগে হাটহাজারী প্রাথমিক শিক্ষক সমিতি শুক্রবার রাতে শহরে প্রতিবাদ সভা করে। এরপর হাটহাজারীর সংসদ সদস্য ও মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের বাড়িতে তিন শতাধিক শিক্ষক অবস্থান নেন।

উল্লেখ্য, ইউএনও ইসরাত জাহান পান্নার বিরুদ্ধে অভিযোগ, গত বুধবার উপজেলার ছিপাতলী ইউনিয়নের আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষিকাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন তিনি।

ইউএনও ইসরাত জাহান পান্না বলেন, ‘একটি মহল হাটহাজারী থেকে আমাকে সরাতে ষড়যন্ত্র করছে। আমি শিক্ষকদের গায়ে হাত তুলিনি। ক্লাস ফাঁকি দেওয়ায় নামমাত্র শাস্তি দেওয়া হয়েছে।’

(দ্য রিপোর্ট/কেএইচএস/একে/এএস/এএইচ/মার্চ ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর