thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

নৈশপ্রহরী হত্যা মামলায় তিন ডাকাতের যাবজ্জীবন

২০১৯ জানুয়ারি ১০ ১৭:০৭:৩২
নৈশপ্রহরী হত্যা মামলায় তিন ডাকাতের যাবজ্জীবন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে আবদুল কাদের সিকদার নামের এক নৈশপ্রহরীকে হত্যা মামলায় ডাকাত দলের তিন সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন মো. নুর ইসলাম ওরফে জাকির(৩০), বিপ্লব বাড়ৈ (৩০) ও মো. বারেক সিকদার (২৮)। অপর আসামি মো. ইদ্রিস ভূঁইয়াকে(২৮) বেকসুর খালাস দেয়া হয়েছে।

মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা গেছে, পটুয়াখালী পৌর শহরের কলতলা বাজারে ২০১২ সালের ২৬ নভেম্বর রাতে ডাকাতদের হাতে খুন হন নৈশপ্রহরী আবদুল কাদের সিকদার।

ঘটনার দিন রাতে কাদের সিকদার কলতলা বাজারে দায়িত্বরত ছিলেন। এসময় একদল ডাকাত বাজারে ডাকাতি করতে আসলে কাদের তাদের দেখে ফেলেন এবং ডাকাতিতে বাধা দেন।

ডাকাতরা তাকে কুপিয়ে হত্যা নিশ্চিত করে রাস্তার ওপর ফেলে রেখে যায়। এ ঘটনায় নিহত ব্যক্তির ছেলে জহিরুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।

পরবর্তীতে তদন্ত করে পুলিশ সন্দেহভাজন আসামিদের গ্রেফতার করে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ তিন আসামিকে যাবজ্জীবন এবং একজনকে খালাস দেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর