thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

৬ লাখ টাকাসহ চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তা পাকড়াও

২০১৯ জানুয়ারি ১০ ২৩:১৯:২৪
৬ লাখ টাকাসহ চট্টগ্রামে রাজস্ব কর্মকর্তা পাকড়াও

চট্টগ্রাম প্রতিনিধি : দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম কাস্টমস হাউসে অভিযান চালিয়ে রাজস্ব কর্মকর্তা (আরও) নাজিম উদ্দিনকে পাকড়াও করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার অফিসের আলমারিতে ৬ লাখ টাকা জব্দ করা হয়।

চট্টগ্রামে দুদকের উপ-পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম বলেন, দুর্নীতির অভিযোগের ভিত্তিতে হাতেনাতে ৬ লাখ টাকাসহ রাজস্ব কর্মকর্তা নাজিম উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমন হাউসের কমিশনার ড. একেএম নুরুজ্জামান বলেন, দুদকের অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় নাজিমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান বরাবর চিঠি দেওয়া হবে। এ কর্মকর্তা কাস্টমন হাউসের প্রশাসন ও স্টাফ শাখার দায়িত্বে ছিলেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ১০,২০১৯)


পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর