thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ সোনারগাঁয়ে

২০১৯ জানুয়ারি ১১ ১৩:০১:৪৬
চুল্লি বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ সোনারগাঁয়ে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে একটি স্টিল মিলে লোহা গলানোর সময় চুল্লির বিস্ফোরণে ৩ শ্রমিক দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে রহিম স্টিল মিলে এ ঘটনা ঘটে।

দগ্ধ শ্রমিকরা হলেন- সাগর আহমেদ, মকবুল হোসেন ও সামছুল হক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, রাতে শ্রমিকেরা রহিম স্টিল মিলে লোহা গলানোর চুল্লিতে কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে তিন শ্রমিক দগ্ধ হয়। অন্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করে।

হাসপাতালের ডাক্তারদের বরাত দিয়ে বাচ্চু মিয়া আরো বলেন, মকবুল হোসেনের শরীরের ৯০ শতাংশ এবং অন্য দু'জনের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/ জানুয়ারি ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর