thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রাজধানীতে বিকল ট্রাককে ২ ট্রেনের ধাক্কা

২০১৯ জানুয়ারি ১২ ১০:২২:১৪
রাজধানীতে বিকল ট্রাককে ২ ট্রেনের ধাক্কা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মগবাজার রেল ক্রসিংয়ের ওপর বিকল হয়ে যাওয়া একটি ট্রাক ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে। দুই দফায় দুটি ট্রেন ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে দুটি রেল লাইনের মধ্যে একটি বন্ধ হয়ে আছে।

শনিবার (১২ জানুয়ারি) ভোর পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ভোরে মগবাজার রেলক্রসিং পারাপার হওয়ার সময় ট্রাকটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে চালক লাইনের ওপর রেখেই ট্রাক থেকে নেমে যান। ওই সময় সিলেট থেকে আসা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনটি এসে ট্রাকটিকে ধাক্কা দিয়ে কমলাপুর রেলস্টেশনের দিকে চলে যায়। ট্রেনের ধাক্কায় ট্রাকটি রেললাইনের মাঝখানে চলে আসে। পরে আবার জামালপুরগামী বলাকা এক্সপ্রেস ট্রেন এসে ট্রাকটিকে ধাক্কা দিলে ট্রাকটি দুমড়ে মুচড়ে যায়।

কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক বলেন, দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনটি সরিয়ে নেয়া হয়েছে। এখন দুই লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর