thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জুন ২০২১, ৭ আষাঢ় ১৪২৮,  ১১ জিলকদ  ১৪৪২

নতুন শো দিয়ে কপিল শর্মার বাজিমাত

২০১৯ জানুয়ারি ১২ ১০:৪৪:৫১
নতুন শো দিয়ে কপিল শর্মার বাজিমাত

দ্য রিপোর্ট ডেস্ক : সময়টা বেশ ভালো যাচ্ছে ভারতের কৌতুক অভিনেতা কপিল শর্মার। কিছুদিন আগেই গিন্নি ছত্রতের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন। এবার নতুন বছরের প্রথম সপ্তাহে তার টিভি শো ওঠে এলো প্রথম পাঁচে। ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্কের রেটিং অনুসারে (দর্শকের পছন্দ) বছরের প্রথম সপ্তাহের সেরা পাঁচটি টিভি শোয়ের মধ্যে জাযগা করে নিয়েছে ‘দ্য কপিল শর্মা শো’।

টিভিতে প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের দর্শক সংখ্যার ভিত্তিতে তালিকা প্রস্তুত করে বার্ক। নতুন বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের সেরা পাঁচটি শোয়ের তালিকা দিয়েছে তারা। সেই তালিকায় পাঁচ নম্বরে আছে কপিল শর্মার শো।

তালিকায় প্রথমে রয়েছে ‘কুমকুম ভাগ্য’। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে ‘স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৯’ ও ‘সুপার ডান্সার চ্যাপ্টার ৩ অডিশন’। চতুর্থ স্থানে রয়েছে ‘কুণ্ডলী ভাগ্য’ নামের আর একটি ধারাবাহিক।

জানুয়ারির প্রথম সপ্তাহে কপিল শর্মার শো-এ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিম ‘সিম্বা’। রণবীর সিংহ, সারা আলি খান ছাড়াও উপস্থিত ছিলেন সিম্বার পরিচালক রোহিত শেট্টি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর