thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শ্রমীকদের আন্দোলনকে ঘিরে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

২০১৯ জানুয়ারি ১২ ১৬:০৮:৪৬
শ্রমীকদের আন্দোলনকে ঘিরে নাশকতার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া জানিয়েছেন, পোশাক শ্রমিকদের আন্দোলনের নামে ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলের চেষ্টা করলে তাদের আইনের আওতায় আনা হবে।

শনিবার (১২ জানুয়ারি) দুপুরে রাজধানীর মিরপুরে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শ্রমিকদের আন্দোলনের পেছনে কেউ উসকানি দিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছে কিনা সেটা খতিয়ে দেখতে গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও শ্রমিকদের দাবি বিষয় নিয়ে মন্ত্রণালয়, বিজিএমইএ কাজ করছে। খুব শিগগিরি তাদের দাবি মিটিয়ে দেওয়া হবে।’

শ্রমিকদের রাস্তা ছেড়ে নিজ নিজ কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বানও জানান ডিএমপি কমিশনার।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর