thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

ভোলায় পুড়ল অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান

২০১৯ জানুয়ারি ১৩ ১০:২৩:২০
ভোলায় পুড়ল অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান

ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশা জংশন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত অর্ধশত ব্যবসাপ্রতিষ্ঠান। এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়-ক্ষতির আশংকা করছেন ব্যবসায়ীরা।

শনিবার (১২ জানুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, শনিবার রাত ১০টার দিকে সদর উপজেলার ইলিশা জংশন বাজারে একটি ওয়ার্কশপে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূচনা হয়। মুহূর্তেই তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ সময় ব্যবসায়ীরা যে যেভাবে পারেন মালামাল রক্ষার চেষ্টা করেছেন।

খবর পেয়ে ভোলা সদর, বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলার ছয়টি ইউনিট এসে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়রাও এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে বলে জানান ফায়ার সার্ভিসের ভোলা স্টেশনের উপ-পরিচালক মো. জাকির হোসেন।

ব্যবসাপ্রতিষ্ঠানের মালামালের নিরাপত্তায় রাতভর পুলিশ পাহারা দিয়েছে বলে জানিয়েছেন ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছগির মিয়া।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর