thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই 25, ২ শ্রাবণ ১৪৩২,  ২১ মহররম 1447

সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২৪

২০১৯ জানুয়ারি ১৩ ১০:৩২:১৪
সুদানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২৪

দ্য রিপোর্ট ডেস্ক : আফ্রিকার দেশ সুদানে গত মাসে শুরু হওয়া বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ বিক্ষোভের কারণ অনুসন্ধানে সুদান সরকারের গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির প্রধান আমির ইব্রাহিম শনিবার এ তথ্য দেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধি ও নগদ অর্থের সংকটের কারণে গত ডিসেম্বরে এই আন্দোলনের সূত্রপাত। কিন্তু একমাস দীর্ঘ এই আন্দোলন এখন সরকারবিরোধী বিক্ষোভে রুপ নিয়েছে।

তবে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, সুদানের সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সংস্থাটি বলছে, গত ১৯ ডিসেম্বর বিক্ষোভ শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত এক হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর