thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

কারিনাকে নিয়ে রণবীরের আপত্তিকর মন্তব্য

২০১৯ জানুয়ারি ১৩ ১২:৩০:২৪
কারিনাকে নিয়ে রণবীরের আপত্তিকর মন্তব্য

দ্য রিপোর্ট ডেস্ক : বলিউড তারকা কারিনা কাপুরকে নিয়ে নোংরা মন্তব্য করেছেন বলিউডের আরেক তারকা রণবীর সিং।

জনপ্রিয় টিভি অনুষ্ঠান কফি উইথ করণের একটি পর্বে রণবীরের এমন মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে।

ছোটবেলায় কারিনাকে দেখে কী অনুভূতি হতো সে প্রসঙ্গে রণবীর বলেন, আমি তখন অনেক ছোট। কারিনা একটি ক্লাবে আসতেন সাঁতার কাটতে। তাকে দেখে আমি নাবালক থেকে বালক হয়ে যেতাম।

ওই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে যোগ দিয়েছিলেন আনুশকা শর্মা।

রণবীরের মুখ থেকে এ ধরনের কথা শুনে স্তম্ভিত হয়ে যান আনুশকা ও করণ।

করণ তখন বলেন, ‘তুমি তো ভীষণ ভীষণ নোংরা। কারিনা তোমার বড় বোনের মতো। এ কথা শুনলে সে কী বলবে?’

এ সময় রণবীর হাসতে হাসতে বলেন, ‘আরে আমি তো সত্যি কথাটাই বললাম!’

অনুষ্ঠানে আনুশকাকে নিয়েও বাজে মন্তব্য করতে ছাড়েননি হালের এ জনপ্রিয় নায়ক।

তবে আনুশকাও ছেড়ে দেয়ার মানুষ নন। রণবীরকে তিনি বলেন, আমাকে নিয়ে আর একবারও কোনো বাজে কথা বলবে না।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর