thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, ব্যাটিংয়ে রাজশাহী

২০১৯ জানুয়ারি ১৩ ১৩:৩৯:৪৯
টস জিতে ফিল্ডিংয়ে রংপুর, ব্যাটিংয়ে রাজশাহী

দ্য রিপোর্ট ডেস্ক : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম ম্যাচে মাঠে নেমেছে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। রংপুরকে নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে সবেচেয়ে সফলতম অধিনায়ক মাশরাফি অন্যদিকে রাজশাহীর হাল ধরেছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

রোববার (১২ জানুয়ারি) টস জেতার পর রাজশাহীকে ব্যাট করতে পাঠিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর।

কিংসদের হয়ে ফজলে রাব্বির বদলে এদিন মাঠে নামছেন কামরুল হাসান রাব্বি। আফগানিস্তানের কাইস আহমেদকে বাদ দিয়ে এদিন সুযোগ দেয়া হয়েছে নেদারল্যান্ডসের অভিজ্ঞ অলরাউন্ডার রায়ান টেন ডেসকাটে।

অন্যদিকে মেহেদী মারুফের জায়গায় দলে সুযোগ করে নিয়েছেন বাংলাদেশি স্পিনিং অলরাউন্ডার নাহিদুল ইসলাম।

রংপুর রাইডার্স একাদশ
ক্রিস গেইল, রিলে রুশো, মোহাম্মদ মিঠুন, রাবি বোপারা, বেনি হাওয়েল, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ফরহাদ রেজা, নাহিদুল ইসলাম, সোহাগ গাজী, নাজমুল ইসলাম অপু ও শফিউল ইসলাম।

রাজশাহী কিংস একাদশ
মুমিনুল হক, সৌম্য সরকার, মোহাম্মদ হাফিজ, রায়ান টেন ডেসকাটে, লরি ইভেনস, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, ইসুরু উদানা, রায়ান টেন ডেসকাটে, আরাফাত সানি, মুস্তাফিজুর রহমান।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর