thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৯ জানুয়ারি ১৪ ০৯:৫৭:১২
শরীয়তপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর ও রাসেল নামে দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা আন্ত:জেলা ডাকাত দলের সদস্য।

রবিবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার দেওভোগ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীরের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার সূর্য্যমনি গ্রামে এবং রাসেলের বাড়ি মাদারীপুর সদর উপজেলায় চাপাতলি গ্রামে।

পুলিশ জানায়, ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের দক্ষিণ দেওভোগ এলাকায় রবিবার দিবাগত রাত ৩টার দিকে অভিযান চালায় পুলিশ। এ সময় ডাকাত দলের সদস্যরা টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে ডাকাত দলের সর্দার জাহাঙ্গীর ও রাসেল ঘটনাস্থলে নিহত হয়। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুর পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘ডাকাতরা সংঘবদ্ধভাবে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালাতে শুরু করে। তখন পুলিশও পাল্টা গুলি চালালে দুই ডাকাত নিহত হয়। এ সময় আমাদের তিন পুলিশ সদস্যও আহত হয়েছে।’

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর