thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

ডিএসইএক্স সূচকে অন্তর্ভূক্ত ১৫ কোম্পানি, বাদ ১৭টি

২০১৯ জানুয়ারি ১৪ ১২:১২:৫৫
ডিএসইএক্স সূচকে অন্তর্ভূক্ত ১৫ কোম্পানি, বাদ ১৭টি

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইক্স এর বার্ষিক সমন্বয় করা হয়েছে। এক্ষেত্রে ২৮৩টি কোম্পানির মধ্যে ১৭টি বাদ পড়েছে। এই সূচকে অন্তর্ভূক্ত হওয়ার শর্ত পরিপালনে ব্যর্থতার কারনে এমনটি হয়েছে। তবে শর্ত পরিপালনের মাধ্যমে ১৫টি কোম্পানি ডিএসইএক্সে অন্তভূর্ক্ত হয়েছে। যা আগামি ২০ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূচকে অন্তর্ভূক্ত হওয়া কোম্পানিগুলো হচ্ছে- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, আলিফ ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, ভিএফএস থ্রেড ডাইং, ওয়াইমেক্স ইলেকট্রোডস, প্রগতি ইন্স্যুরেন্স, অ্যাডভেন্ট ফার্মা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, আমান কটন, সিলভা ফার্মাসিউটিক্যালস, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল মিলস, এম.এল ডাইং, সোনারগাঁও টেক্সটাইল ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।

এদিকে বাদ পড়ার তালিকায় রয়েছে-অগ্রনি ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, এশিয়া ইন্স্যুরেন্স, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, ইষ্টার্ন ইন্স্যুরেন্স, ফার্স্ট ফাইন্যান্স, ইমাম বাটন, মেঘনা পেট, মিথুন নিটিং, মুন্নু জুট স্টাফলার্স, প্রিমিয়ার সিমেন্ট, রিল্যায়েন্স ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার মিলস, তাকাফুল ইসলামি ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং মিলস ও জিল বাংলা সুগার মিলস।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর