thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

২০১৯ জানুয়ারি ১৫ ১৭:৫৬:৩৭
নতুন প্রধান নির্বাহী পেল আইসিসি

দ্য রিপোর্ট ডেস্ক: আইসিসির নতুন প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মানু সোহনি। আগামী ফেব্রুয়ারিতে এই সংস্থাটিতে যোগ দেবেন তিনি, তবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন চলতি বছরের জুলাইয়ে।

বর্তমান প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন আসন্ন ওয়ানডে বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন। তারপরই রিচার্ডসনের স্থলাভিষিক্ত হবেন সোহনি। তবে তার আগেই ফেব্রুয়ারিতে রিচার্ডসনের সঙ্গে যোগ দিয়ে কাজ শুরু করবেন তিনি।

মনোনয়ন কমিটির সর্বসম্মতিক্রমে নতুন প্রধান নির্বাহী হিসেবে বাছাই করা হয়েছে সোহনিকে। চলতি সপ্তাহে লন্ডনে এক সভায় পাঁচজনের সংক্ষিপ্ত তালিকা থেকে তাকে বেছে নেয়ার পক্ষে ভোট দেন সবাই।

মঙ্গলবার আইসিসির বোর্ড সোহনির নিয়োগের বিষয়ে অনুমোদন দিয়েছে। তবে তার সঙ্গে চুক্তির বিষয়টি এখনও খোলাসা করা হয়নি। পরে বিস্তারিত জানানো হবে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর