thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

পপুলার ফার্মাসিউটিক্যালসের বিডিং অনুমোদন 

২০১৯ জানুয়ারি ১৫ ১৮:২৯:২৮
পপুলার ফার্মাসিউটিক্যালসের বিডিং অনুমোদন 

দ্য রিপোর্ট প্রতিবেদক: বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারবজার থেকে অর্থ উত্তোলনের জন্য পপুলার ফার্মাসিউটিক্যালসের বিডিং অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কমিশনের ৬৭২তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি বুক বিল্ডিং পদ্ধতিতে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে। যা দিয়ে কোম্পানিটি যন্ত্রপাতি ক্রয়, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করা হবে।

পপুলার ফার্মাসিউটিক্যালসের ২০১৮ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে (পূণ:মূল্যায়নসহ) ৪২.৯৮ টাকায়। পূণ:মূল্যায়ন ছাড়া যার পরিমান ৩১.২৮ টাকা। কোম্পানিটির বিগত ৫ বছরে ভারিত গড় হার পদ্ধতিতে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.১৮ টাকা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্টস।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৫, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর