thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাতক্ষীরায় সড়কের পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ

২০১৯ জানুয়ারি ১৬ ১০:০৯:৪৫
সাতক্ষীরায় সড়কের পাশে যুবকের গুলিবিদ্ধ লাশ

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলায় সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে এক যুবকের (৩৮) গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালার তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকা থেকে ওই যুবকের লাশ পাওয়া যায়। নিহতের মাথায়, বুকে ও পায়ে গুলির চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে খুলনা-পাইকগাছা সড়কের তেঁতুলিয়া বিশ্বাসপাড়া মোড় এলাকার সড়কের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহতদের পাশে একটি টিভিএস মোটরসাইকেল পাওয়া গেছে।

তালা থানার ওসি মেহেদী রাসেল জানান, সকালে সড়কের পাশ থেকে একটি গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। নিহতের মাথায়, বুকে ও পায়ে গুলি লেগেছে। লাশের পাশে একটি মোটরসাইকেল ও কয়েকটি ফেনসিডিল পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তি মাদক ব্যবসায়ী। ভোর রাতের দিকে মাদক ব্যবসায়ীদের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান ওসি।

(দ্য রিপেোর্ট/এনটি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর