thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সিটি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

২০১৯ জানুয়ারি ১৬ ১১:৫৫:৪৯
ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সিটি ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হাসিবুল খাদেম শান্ত (২১) নামে ‘আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির’ এক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৬ জানুয়ারি) সকালে পৌরশহরের খরমপুর গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

নিহত হাসিবুল আমেরিকা-বাংলাদেশ ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের ছাত্র ছিলেন। তিনি ওই গ্রামের হাফিজুল হক খাদেমের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে শান্ত পরিবারের সঙ্গে খাবার শেষে ১১টায় নিজ শয়নকক্ষে চলে যায়। সকালে ঘুম থেকে না ওঠায় অনেক ডাকাডাকির পর স্বজনরা জানালা খুলে দেখেন সিলিংফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ ঝুলছে।

আখাউড়া থানার এসআই নিতাই চন্দ্র দাস জানান, কেন শান্ত আত্মহত্যা করেছে বিষয়টি পরিবারের কেউ বলতে পারছেন না।

পরিবারের বরাত দিয়ে তিনি আরও জানান, নিহত শান্ত এলাকার কারও সঙ্গে তেমন মিশতেন না। বেশি সময় তিনি ঢাকায় অবস্থান করতেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

(দ্য রিপেোর্ট/এনটি/জানুয়ারি ১৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর