thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

সৈয়দপুরে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

২০১৯ জানুয়ারি ১৭ ০৯:৩৩:৩৯
সৈয়দপুরে ছাদ থেকে পড়ে কলেজছাত্রীর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ছাদ থেকে পড়ে সৃষ্টি রানী (১৯) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায়।

মৃত সৃষ্টি ওই এলাকার বিপুল চন্দ্রের মেয়ে এবং রংপুর কারমাইকেল কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্রী।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে জানান, রাতে সৈয়দপুর শহরের আমিন মোড় এলাকায় নিজ বাড়ির ছাদে উঠে মোবাইল ফোনে কথা বলছিলেন সৃষ্টি। এ সময় কথা বলতে বলতে অসাবধানতাবশত নিচের রাস্তায় পড়ে যায়। এ সময় প্রতিবেশিরা দ্রুত তাকে সৈয়দপুর ১'শ শয্যা হাসপাতালের নেওয়া হয়। পরে চিকিৎসক রোগীর অবস্থার অবনতি দেখে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ওই হাসপাতালে নেওয়ার পথেই সৃষ্টির মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর