thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কুষ্টিয়া মেডিকেলের নির্মাণাধীন ভবন ধসে একজন নিহত

২০১৯ জানুয়ারি ১৭ ২০:০০:৫২
কুষ্টিয়া মেডিকেলের নির্মাণাধীন ভবন ধসে একজন নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের বারান্দার ছাদ ধসে পড়ে বজলু (৬০) নামের একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ শ্রমিক। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আহত শ্রমিকদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেডিকেল কলেজে কর্মরত নির্মাণ শ্রমিকরা জানান, বিকেলে বারান্দা ঢালাইয়ের কাজ চলতে চলতে হঠাৎ ধসে পড়ে গেলে পাঁচজন নির্মাণ শ্রমিক আহত হয় এবং ছাদের নিচে একজন চাপা পড়েন। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা তিন ঘণ্টা চেষ্টা করে নিহত শ্রমিক বজলুর লাশ উদ্ধার করেন।

নিহত বজলু কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগরের ভাদু প্রামাণিকের ছেলে।

জেলা প্রশাসক মো. আসলাম হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর