thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

মেহেরপুরে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ নারীর কঙ্কাল 

২০১৯ জানুয়ারি ১৯ ১০:১৬:৪০
মেহেরপুরে সেপটিক ট্যাংকে মিলল নিখোঁজ নারীর কঙ্কাল 

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলায় টয়লেটের সেপটিক ট্যাংক থেকে এক নারীর কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর নাম নার্গিস খাতুন। চার মাস আগে তিনি নিখোঁজ হয়েছিলেন বলে জানান স্থানীয়রা।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ১০টার দিকে গাংনীর সাহেবনগর গ্রামের আবুল বাশারের টয়লেটের ট্যাংকি থেকে ওই নারীর কঙ্কাল উদ্ধার করা হয়। নিহত নার্গিস খাতুন সাহেবনগর গ্রামের মৃত আবদুল লতিফের স্ত্রী।

গাংনী থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) বিশ্বজিৎ জানান, ২০১৮ সালের ৫ আগস্ট রোববার নার্গিস খাতুন নিখোঁজ হন। পরে তার মেয়ে তাসলিমা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের বিরুদ্ধে গাংনী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলা নং ২৪ তাং ১৮/০৯/১৮ ইং।

এ মামলায় সন্দেহভাজন আবুল বাশার ও তার এক সহযোগীকে আটক করে পুলিশ আটককৃতরা এখনও মেহেরপুর জেলা কারাগারে রয়েছে।

তিনি আরও জানান, অপহরণ মামলার সন্দেহভাজন আসামি সাহেবনগর গ্রামের জামিরুল ইসলামের ছেলে ফরজ আলীকে শুক্রবার বিকালে সাহেবনগর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে ফরজ আলী এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জানান, এ মামলার আসামি বাশারের টয়লেটের ট্যাংকির মধ্যে নার্গিসের লাশ রয়েছে। সে তথ্য অনুযায়ী রাতেই পুলিশ অভিযান চালিয়ে লাশ উদ্ধার করে।

গাংনী থানার ওসি তদন্ত মো. সাজেদুল ইসলাম জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর