thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০১৯ জানুয়ারি ১৯ ১০:৪৬:৪৭
খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

খুলনা প্রতিনিধি : ১৬ ঘণ্টা ধরে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোটাচাঁদপুর স্টেশনে প্রবেশের আগে ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেসের একটি ট্রেনের ইঞ্জিনসহ বগি লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে খুলনার রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

খুলনা রেলস্টেশন মাস্টার মানিক চন্দ্র সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ঝিনাইদহের কোটচাঁদপুরে সুন্দরবন এক্সপ্রেসের এক্সপ্রেস-৭২৬ ট্রেনটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে রেলওয়ে শ্রমিকরা। লাইনচ্যুত রেলগাড়িটি উদ্ধারে শুক্রবার রাত ১২টা থেকে খুলনা ও ঈশ্বরদী থেকে দু’টি রিলিফ ট্রেনও যোগ হয়েছে।

এদিকে ঝিনাইদহের কোটাচাঁদপুর রেলস্টেশনের অদূরে ট্রেন লাইনচ্যুত হওয়ার পর তিনটি ট্রেনের যাত্রা বাতিল ঘোষণা করা হয়। যাত্রা বাতিল করা ট্রেনগুলো হলো- খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন আপ-৭২৫ এবং ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন ডাউন-৭২৬ এক্সপ্রেস। এছাড়া খুলনা থেকে ছেড়ে যাওয়া চিলাহাটিগামী সীমান্ত আপ-৭৪৭ এক্সপ্রেস ট্রেনটি আলমডাঙ্গা পর্যন্ত গিয়ে যাত্রা বাতিল করা হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের শত শত যাত্রী।

যাত্রীদের নিরাপত্তায় স্টেশনগুলোতে রেলওয়ে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট থানার পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর