thereport24.com
ঢাকা, রবিবার, ১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১,  ২৯ জমাদিউল আউয়াল 1446

৭৭ কোটি ৩৩ লাখ ইমেইল হ্যাকড: আপনারটা হয়েছে কিনা দেখে নিন

২০১৯ জানুয়ারি ১৯ ১৩:০৯:৫৬
৭৭ কোটি ৩৩ লাখ ইমেইল হ্যাকড: আপনারটা হয়েছে কিনা দেখে নিন

দ্য রিপোর্ট ডেস্ক : প্রযুক্তির এই যুগে ইমেইল কম-বেশি আমরা সবাই ব্যবহার করি। কিন্তু এটা নিয়ে দুঃসংবাদ শুনালো ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।

গণমাধ্যমটি জানিয়েছে, সম্প্রতি ৭৭ কোটি ৩০ লাখ ইমেইল হ্যাক হয়েছে। এছাড়া ২ কোটি ১০ লাখ অ্যাকাউন্টের মৌলিক সব পাসওয়ার্ড অনলাইনে ফাঁস করা হয়। এতে ওই অ্যাকাউন্টধারীরা যেকোনও সময় বিপদে পড়তে পারেন।

বলা হচ্ছে, সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় হ্যাকিংয়ের ঘটনা এটি। এসব ইমেইল চুরির মাধ্যমে গ্রাহকদের বিভিন্ন তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা। এ কারণে ইমেইলের সঙ্গে সম্পর্কিত অন্য সব অ্যাকাউন্টও হুমকির মধ্যে রয়েছে।

নিজের ইমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়ে থাকলে হ্যাক হওয়া অ্যাকাউন্টটি সব জায়গা থেকে বাদ দিতে হবে। এক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলে পুরনোটির পরিবর্তে ব্যবহার করাই হবে উপযুক্ত পদক্ষেপ। তবে তার আগে জানতে হবে আপনার ইমেইল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা।

এটা জানতে https://haveibeenpwned.com/এই ঠিকানায় গিয়ে নিজের ইমেইল অ্যাকাউন্ট দিতে হবে। তারপর ‘এন্টার’ বাটন চাপলেই ওরা নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেবে আপনার অ্যাকাউন্ট হ্যাক সম্পর্কিত তথ্য।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিবিধ এর সর্বশেষ খবর

বিবিধ - এর সব খবর