thereport24.com
ঢাকা, সোমবার, ২৭ জানুয়ারি 25, ১৪ মাঘ ১৪৩১,  ২৭ রজব 1446

মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণ, নিহত ২১

২০১৯ জানুয়ারি ১৯ ১৩:১৯:১৯
মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণ, নিহত ২১

দ্য রিপোর্ট ডেস্ক : মেক্সিকোর মধ্যাঞ্চলীয় হিদালগো প্রদেশে তেলের পাইপলাইন বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৭১ জন।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাতে ত্লাহুয়েলিলপান শহরের কাছে ‘তুলা’ তেল শোধনাগারে এ দুর্ঘটনা ঘটে।

প্রাদেশিক গভর্নর ওমর ফায়াদ বলেন, ঘটনাস্থলে তেলে পাইপলাইনে ফুটো ছিল। তবে কি কারণে এটি ফুটো হয়ে গেছে তা জানা যায়নি।

পাইপের ওই ফুটো দিয়ে গড়িয়ে পড়া তেল চুরি করতে স্থানীয়রা হুড়োহুড়ি করছিল। তারমধ্যেই হঠাৎ করে আগুন লেগে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে।

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

ওই পাইপলাইনটি মেক্সিকোর রাষ্ট্রীয় ‍মালিকানাধীন কোম্পানি পেমেক্সের। এর আগেও কোম্পানিটির পাইপলাইনে এ ধরনের বড় বড় দুর্ঘটনা ঘটেছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর