thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টস হেরে ব্যাটিংয়ে চিটাগাং ভাইকিংস

২০১৯ জানুয়ারি ১৯ ১৯:০২:২৪
টস হেরে ব্যাটিংয়ে চিটাগাং ভাইকিংস

দ্য রিপোর্ট প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২২তম ম্যাচে টস জিতে চিটাগাং ভাইকিংসকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন খুলনা টাইটানসের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

বিপিএলের চলমান ষষ্ঠ আসরে ইতিমধ্যে চারটি ম্যাচ খেলেছে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন চিটাগাং ভাইকিংস। চার খেলায় তিনটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে চিটাগাং।

অন্যদিকে খুলনা টাইটানস ইতিমধ্যে ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে। মাত্র ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে পড়ে আছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন খুলনা টাইটানস।

চিটাগাং ভাইকিংস: মোহাম্মদ শেহজাদ, ক্যামেরন ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, নজিবুল্লাহ জাদরান, মোসাদ্দেক হোসেন সৈকত, দাসুন শনাকা, নাঈম হাসান, সানজামুল ইসলাম, খালিদ হাসান ও আবু জায়েদ রাহী।

খুলনা টাইটানস: পল স্টারলিং, জুনায়েদ সিদ্দিকী, ব্রান্ডন টেইলার, মুশফিকুর রহিম, ডেভিড ওয়াইজ, আল-আমিন, আরিফুল হক, লাসিথ মালিঙ্গা, তাইজুল ইসলাম, তানভীর ইসলাম ও শুভাশীষ রায়।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১৯, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর