thereport24.com
ঢাকা, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১,  ২৭ জমাদিউস সানি 1446

মাউসই কম্পিউটার

২০১৯ জানুয়ারি ২০ ০৯:০৯:২০
মাউসই কম্পিউটার

দ্য রিপোর্ট ডেস্ক : মাউসই কম্পিউটার! হ্যাঁ, এমনই একটি যন্ত্র তৈরি হয়েছে। নাম দেয়া হয়েছে ‘দ্য কম্পিউটার মাউস’। মাউসের সামনেই রয়েছে একটি ছোট ডিসপ্লে, আর পাশে রয়েছে একটি কিবোর্ড। প্রয়োজনে এই কিবোর্ড ঠেলে মাউসের মধ্যে ঢুকিয়ে ফেলা যায়। এ কম্পিউটার তৈরিতে ব্যবহার করা হয়েছে রাস্পবেরি পাই কম্পিউটার বোর্ড। এনডিটিভি অনলাইনের খবর।

খবরে জানানো হয়, ইউটিউবে ইলেকট্রনিক গ্রেনেড নামের একটি চ্যানেলে ওই মাউস কম্পিউটার নিয়ে ভিডিও প্রকাশ করেছেন এর নির্মাতা। এ কম্পিউটারের ভেতর রাস্পবেরি পাই জিরো বোর্ড, এক গিগাহার্টজ প্রসেসর ব্যবহার করা হয়েছে। মাউসটিও তৈরি করা হয়েছে থ্রিডি প্রিন্টিং প্রযুক্তিতে। এতে অবশ্য সাধারণ মাউসের চেয়ে আকারে একটু বড় হয়েছে। এ মাউসের সামনে রয়েছে দেড় ইঞ্চি মাপের ওএলইডি ডিসপ্লে। মাউসের নিচে বাঁ পাশে রয়েছে স্লাইডিং কিবোর্ড।

ওই ভিডিওতে মাউস কম্পিউটার ব্যবহার করে মাইনক্রাফট গেম খেলে দেখিয়েছেন এর নির্মাতা। এ কম্পিউটার চালুর পর তা বুট থেকে ৪০ সেকেন্ড লেগেছে। এ ছাড়া কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন ধরনের টাইপিংয়ের কাজ করতেও দেখা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর