thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

ভালোবাসা দিবসের এক ফ্রেমে মেহজাবীন-অপূর্ব

২০১৯ জানুয়ারি ২০ ১২:১২:১৭
ভালোবাসা দিবসের এক ফ্রেমে মেহজাবীন-অপূর্ব

দ্য রিপোর্ট ডেস্ক : সময়ের জনপ্রিয় জুটি অপূর্ব ও মেহজাবীন চৌধুরীকে ফের এক ফ্রেমে দেখতে পাবেন দর্শক। ভালোবাসা দিবসের একটি টেলিফিল্মে এ দুজনকে দেখা যাবে।

টেলিফিল্মটির নাম ‘মনে প্রাণে’। জাফরীন সাদিয়ার রচনা ও প্রযোজনায় এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

নির্মাতা জানান, টেলিফিল্মটিতে দর্শক দেখতে পাবেন এক অনুপ্রেরণার অকৃত্রিম গল্প। অনুপ্রেরণা ও ভালোবাসার গল্পের মিশ্রনে নাটকটি হয়ে উঠবে অনন্য। সঙ্গে থাকবে জীবনযুদ্ধের গল্প। সব মিলিয়ে টেলিফিল্মটির গল্প হবে বাস্তবধর্মী। দর্শক জীবনের গল্প খুঁজে পাবেন এতে।

অপূর্ব ও মেহজাবীনের পাশাপাশি টেলিফিল্মটিতে আরও অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ।

রাজধানীর বিভিন্ন লোকেশনে টেলিফিল্মটির শুটিং হয়েছে। শুটিং শেষ পর্যায়ে। ১৪ ফেরুয়ারি ভালোবাসা দিবসে দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে টেলিফিল্মটি সম্প্রচার হবে বলে জানা গেছে।

এ বিষয়ে গল্পকার জাফরীন সাদিয়া গণমাধ্যমে জানান, দর্শকরা জীবনের সঙ্গে টেলিফিল্মের চরিত্র মিল খুঁজে পাবেন। গল্পে কোনোরকম দুর্বল দিক নেই। আশা করি দর্শকপ্রিয়তা পাবে টেলিফিল্মটি।

এর আগে মেহজাবীন ও অপূর্ব জুটির বড় ছেলে নাটকটি সব শ্রেণীর দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর