thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

নাটোরে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

২০১৯ জানুয়ারি ২০ ১৬:৩২:২৫
নাটোরে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা

নাটোর প্রতিনিধি: জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌর এলাকায় জামিরুল ইসলাম (৪০) নামে ওয়ার্ড কাউন্সিলরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রবিবার বেলা দেড়টার দিকে পৌরসভার বিরোপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত জামিরুল ইসলাম বিরোপাড়া মহল্লার কমর উদ্দিনের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানান, স্থানীয় যুবলীগকর্মী জাহারুল হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে কাউন্সিলর জামিলুর রহমান লালপুর উপজেলা পরিষদের সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতভাবে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাউন্সিলর জামিলুর রহমানকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা পরিষদ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর