thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অর্থ আত্মসাত মামলায় কায়সার হামিদ গ্রেফতার

২০১৯ জানুয়ারি ২১ ০৯:১৯:৩৩
অর্থ আত্মসাত মামলায় কায়সার হামিদ গ্রেফতার

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাল্টি পারপাস কোম্পানি ‘নিউওয়ে মাল্টি পারপাস কোঅপারেটিভ’ এর নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের ঘটনায় দায়েরকৃত এক মামলায় সাবেক ফুটবলার কায়সার হামিদকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২০ জানুয়ারি) রাত ১০ টার দিকে রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল্লাহেল বাকি বিষয়টি গণমাধ্যমকে জানান, নিউওয়ে নামে একটি মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি খুলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে কায়সার হামিদের বিরুদ্ধে। এ ঘটনায় ২০১৪ সালে ভুক্তভোগীরা রাজধানীর বনানী থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর