thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

মেসি-সুয়ারেজে হাফ ছেড়ে বাঁচল বার্সা

২০১৯ জানুয়ারি ২১ ১১:০৪:১৯
মেসি-সুয়ারেজে হাফ ছেড়ে বাঁচল বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক: স্প্যানিশ লা লিগার ম্যাচে মনে হচ্ছিল পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হবে বার্সোলোনাকে।

যদিও শেষ পর্যন্ত লুইস সুয়ারেজ ও লিওনেল মেসির গোলে রক্ষা পেল কাতালানরা। শনিবার লেগানেসের বিপক্ষে ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্নেস্টো ভালভার্দের শিষ্যরা।

ন্যু ক্যাম্পে ম্যাচের ৩২তম মিনিটেই উসমানে দেম্বেলের গোলে লিড পায় বার্সা৷ জর্ডি আলবার বাড়ানো বলে দলকে গোলটি উপহার দেন এই ফ্রেঞ্চ তারকা। এতে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে মাঠে ফেরার পর খেলার মোড় ঘুরে যায়। সফরকারীদের হয়ে ৫৭ মিনিটের মাথায় গোল করেন ড্যানিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। সাত মিনিট পর মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে বার্সার প্রাণ ভোমরা মেসি।

৭১ মিনিটে ডি-বক্সের বাইরে থেকে মেসির জোড়ালো শটটি লেগানেস গোলকিপার ইভান কুইয়িলার হাতে লেগে ফিরলেও গোল আদায় করে দলকে ম্যাচে ফেরান সুয়ারেজ।

অতিরিক্ত সময়ে অধিনায়ক মেসির গোলের পর ব্যবধান দাড়ায় ৩-১ এ। এই ম্যাচের পর স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল ব্লাউগ্রানারা৷ ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট তুলে নিলো বর্তমান চ্যাম্পিয়নরা। সমান সংখ্যক ম্যাচ খেলে ৪১ পয়েন্ট সংগ্রহ করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। অন্যদিকে ৩৬ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদের অবস্থান তিন নম্বরে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর