thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দুই বিদেশির ব্যাটে রাজশাহীর বড় সংগ্রহ

২০১৯ জানুয়ারি ২১ ১৬:২১:২৭
দুই বিদেশির ব্যাটে রাজশাহীর বড় সংগ্রহ

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে প্রথম দেখাটা খুব একটা সুখকর ছিল না রাজশাহী কিংসের।

মাত্র ১২৪ রানে ইনিংস গুটিয়ে নিয়ে পরে হেরেও ছিল পাঁচ উইকেটে। সেই দলটির বিপক্ষে দ্বিতীয় দেখায় টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৭৬ রানের বড় সংগ্রহ গড়ে মেহেদী হাসান মিরাজের দল। ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্সের চমৎকার সেঞ্চুরির ওপর ভর করেই এই রান করে তারা।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে অবশ্য রাজশাহীর শুরুটা ছিল একেবারেই বাজে। দলীয় ২৮ রানে তিন নির্ভরযোগ্য ব্যাটসম্যানের উইকেট হারিয়ে বসে তারা। এর পরই চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন ইংলিশ ব্যাটসম্যান লরি ইভান্স ও নেদারল্যান্ডসের রায়ান টেস ডেসকাটে। দুজনে মিলে দলের সংগ্রহটাকে ভালো জায়গায় নিয়ে যান।

যাতে ইভান্স চমৎকার হার-না-মানা একটি শতক করেন। তিনি ৬২ বলে ১০৪ রান করেন। এবারের আসরে এটি প্রথম শতক। তাঁকে দারুণ সাপোর্ট দিয়ে ডেসকাটে খেলেন ৫৯ রানের চমৎকার একটি ইনিংস।

অবশ্য এবারের আসরে কুমিল্লা ভালোই খেলছে, এর আগে ছয় ম্যাচ খেলে চারটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আর সমান ম্যাচ খেলে রাজশাহী ৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ২১, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর