thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

শিবগঞ্জে জঙ্গি সন্দেহে র‌্যাবের অভিযান, আটক ১

২০১৯ জানুয়ারি ২২ ০৯:১৪:১৪
শিবগঞ্জে জঙ্গি সন্দেহে র‌্যাবের অভিযান, আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের ১৫টি বাড়িতে জঙ্গি সম্পক্ততা রয়েছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়েছে র‌্যাব-৫ এর সদস্যরা। এ অভিযানে জঙ্গি সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলে এ অভিযান।

র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার কর্নেল সাঈদ আল মুরাদ গণমাধ্যমকে জানান, ‘অভিযান চালানো ১৫টি বাড়িতে জঙ্গিদের আসা যাওয়া আসে এবং তাদের সম্পৃক্ততা রয়েছে; গোপন সূত্রে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভোরে এ অভিযান চালানো হয়। প্রায় আড়াই ঘণ্টার এ অভিযানে জঙ্গি প্রধানদের কাউকে আটক করতে না পারলেও জড়িতদের একজনকে আটক করা হয়েছে।’

তবে অভিযানে র‌্যাবকে লক্ষ্য করে সঙ্গে গোলাগুলির কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এ বিষযে আটককৃতকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর