thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় লরিচালক নিহত

২০১৯ জানুয়ারি ২২ ১১:০১:৩৩
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় লরিচালক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইনে বিকল হয়ে যাওয়া লরিতে ট্রেনের ধাক্কায় লরিচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত লরিচালকের নামে রহমত আলী (৫৫)। তিনি কিশোরগঞ্জের রামদিয়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী লবণভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১৪-০৯১৩) উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে পৌঁছালে অপর দিক থেকে আসা ঢাকাগামী একটি লরির সাথে (চট্র মেট্রো-ঢ ৮১-২৯৮২) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী রেললাইনে উঠে বিকল হয়ে যায়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা লালমনিরহাট এক্সপ্রেস ট্রেনটি সেখানে পৌঁছে লরিটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন।

এ দুর্ঘটনায় লরির হেলপার ও ট্রাকের চালকসহ দুইজন আহত হন। নিহতের লাশ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর