thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মৌলভীবাজারে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

২০১৯ জানুয়ারি ২৩ ০৯:৪১:২৩
মৌলভীবাজারে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন আহমদ (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ জানুয়ারি) রাত ৯টায় বড়লেখা পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টরের চালক পালিয়ে গেলেও স্থানীয়রা ট্রাক্টরটি আটক করেছেন।

নিহত রিপন উপজেলার সদর ইউনিয়নের গ্রামতলা গ্রামের জান মোহাম্মদ খানের ছেলে। তিনি পেশায় সিএনজি অটোরিকশার চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রিপন আহমদ বড়লেখা পৌরশহর থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পৌরশহরের উত্তর চৌমুহনী (নিমাইরপুল) এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রিপন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে সিলেট ওসমানী হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বড়লেখা থানার ডিউটি অফিসার (এএসআই) তরুণ মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ থানায় আনা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর