thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

২০১৯ জানুয়ারি ২৩ ১৩:৪৪:২৮
যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি : যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জের সাহাপুর এলাকা থেকে গুলিবিদ্ধ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে।

মণিরামপুর থানার ওসি সহিদুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সাহাপুর মাঠ থেকে রাজগঞ্জ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা অজ্ঞাত ওই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহটি উদ্ধার করে। দুপুর ১২টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, রাজগঞ্জের সাহাপুর ও পার্শ্ববর্তী জামতলা এলাকায় প্রায়ই ডাকাতির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, রাতে ডাকাতির সময় দু’দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে ওই ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশি পাইপগান ও একটি ত্রিশুল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর