thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

আনোয়ার গ্যালভানাইজিংয়ের এজিএম ২০ মিনিটেই সমাপ্ত

২০১৯ জানুয়ারি ২৩ ১৪:০৪:৪৫
আনোয়ার গ্যালভানাইজিংয়ের এজিএম ২০ মিনিটেই সমাপ্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক : সাধারন শেয়ারহোল্ডার ও কোম্পানি কর্তৃপক্ষের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেয়ারবাজারে তালিকাভুক্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৪তম বার্ষিক সাধারন সভা (এজিএম) মাত্র ২০ মিনিটে শেষ করা হয়েছে।

বুধবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার পর শুরু হয়ে সভাটি ১১ টার আগেই শেষ করে কোম্পানির পরিচালনা পর্ষদ। রাজধানীর দিলকুশায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের(বিসিআইসি) অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। এরপর ২ জন শেয়ারহোল্ডার কোম্পানির প্রতি তাদের প্রশংসা বক্তব্য জ্ঞাপন করেন। কোম্পানির চেয়ারম্যান মনোয়ার হোসেনের অনুপস্থিতিতে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হোসেন মাহমুদ।

শেয়ারহোল্ডাররা বলেন, আনোয়ার গ্যালভানাইজিং দীর্ঘদিনের পুরান একটি কোম্পানি। নিজস্ব অভিজ্ঞতা এবং দক্ষতার বলে কোম্পানিটি সফলতার সাথে কাজ করে যাচ্ছে। এটা শেয়ারহোল্ডারদের জন্য অত্যন্ত লাভজনক ব্যাপার। এজন্য কোম্পানির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানান তারা। এছাড়া কোম্পানির চেয়ারম্যান মনোয়ার হোসেনের সুস্বাস্থ্যসহ দীর্ঘায়ু কামনা করেছেন শেয়ারহোল্ডাররা।

ব্যবস্থাপনা পরিচালক হোসেন মাহমুদ বলেন, আনোয়ার গ্যালভানাইজিংয়ের উন্নত এবং আধুনিক পণ্য সামগ্রীর কারনে বর্তমানে প্রতিষ্ঠানটি বাজারের শীর্ষ জায়গা দখল করে নিয়েছে। এই অর্থবছরে কোম্পানির ৩৬ কোটি ৮৩ লাখ টাকার মোট বিক্রয় হয়েছে। যার ফলে গতবারের তুলনায় এই অর্থবছর ৪৮ শতাংশ বেশি মুনাফা অর্জন করা সম্ভব হয়েছে। এই ধারাবাহিকতা সামনেও বজায় থাকবে বলে জানিয়েছেন তিনি।

অসুস্থতার কারনে কোম্পানির চেয়ারম্যান এজিএমে উপস্থিত হতে পারেননি বলে জানিয়েছেন হোসেন মাহমুদ। এসময় তিনি মনোয়ার হোসেনের সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

এজিএমে উপস্থিত শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কোম্পানির ঘোষিত ১০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদিত হয়েছে।

সভায় আনোয়ার গ্যালভানাইজিংয়ের প্রধান অর্থ কর্মকর্তা গোপাল চন্দ্র ঘোষ, সচিব তৌহিদুল ইসলাম এবং কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ শেয়ারহোল্ডাররা অংশগ্রহণ করেন।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ২৩, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর