thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

 ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলার দুই টিকিটের সঙ্গে হোটেলে থাকা ফ্রি

২০১৯ জানুয়ারি ২৩ ২০:৩৭:০৪
 ঢাকা-ব্যাংকক রুটে ইউএস-বাংলার দুই টিকিটের সঙ্গে হোটেলে থাকা ফ্রি

দ্য রিপোর্ট ডেস্ক : ঢাকা-ব্যাংকক-ঢাকা রুটে আবারও ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইনস। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে এই রুটে যাত্রীসেবা দেবে দেশের বেসরকারি বিমান সংস্থাটি। এ উপলক্ষে বিশেষ অফার দিচ্ছে ইউএস-বাংলা। ঢাকা-ব্যাংকক রুটের দুটি টিকিট কিনলেই দুই রাত হোটেলে ফ্রি থাকার সুযোগ মিলবে।

জানা গেছে, জনপ্রতি ২০ হাজার ৫০০ টাকায় ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকিটের সঙ্গে দুই রাত হোটেলে থাকার সুবিধা পাওয়া যাবে বিনামূল্যে। অফারটি কমপক্ষে দুইজনের জন্য প্রযোজ্য। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।

বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দর থেকে ব্যাংককের উদ্দেশে ইউএস-বাংলার ফ্লাইট ছেড়ে যাবে। এতে ৮টি বিজনেস ক্লাসসহ মোট আসন সংখ্যা ১৬৪টি।

স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করবে। পুনরায় ব্যাংকক থেকে স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দিয়ে বিকাল ৪টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ইউ-এস বাংলার উড়োজাহাজ।

(দ্য রিপোর্ট/একেএমএম/জানুয়ারি ২৩,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর